বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

 ‘প্রিভেনশন অব ট্রেড বেস্ড অ্যান্ড ক্রেডিট ব্যাক্ড মানি লন্ডারিং’ শীর্ষক প্রশিক্ষণ

প্রেসবক্স

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৩, ১০ মার্চ ২০২৪

সর্বশেষ

 ‘প্রিভেনশন অব ট্রেড বেস্ড অ্যান্ড ক্রেডিট ব্যাক্ড মানি লন্ডারিং’ শীর্ষক প্রশিক্ষণ

ছবি সংগ্রহ

শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখাসমূহের ইনভেস্টমেন্ট এবং ফরেন ট্রেড ডিপার্টমেন্টের কর্মকর্তাদের জন্য ‘প্রিভেনশন অব ট্রেড বেস্ড অ্যান্ড ক্রেডিট ব্যাক্ড মানি লন্ডারিং’ শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে এসবিপিএলসি. লার্নিং সেন্টার।  ৯ মার্চ  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোঃ মোহন মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মো. সিদ্দিকুর রহমান। উক্ত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মো. মোশাররফ হোসেন ও মো. মাহমুদুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাাংকের ইভিপি ও সিএফও মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ, ভিপি ও হেড অব এইচআরডি মাসুদ হাসান, ভিপি ও লার্নিং সেন্টারের প্রধান সৈয়দ মসনুন আলী এবং এসএভিপি ও এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের প্রধান (চলতি দায়িত্ব) খন্দকার আমির ইন্তেজাম উপস্থিত ছিলেন।
 

জ. ই

সর্বশেষ